ফাইয়াজ নামের অর্থ কি | Faiyaz name meaning in Bengali

ফাইয়াজ নামের অর্থ কি | Faiyaz name meaning in Bengali

আসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা জানবো ফাইয়াজ নামের অর্থ কি বা Faiyaz name meaning in Bengali . আপনারা অনেকে নিজের শিশুদের নাম রাখার ক্ষেত্রে অনেকটা সজাগ। কেনই বা হবেন না কেননা ইসলামে শিশুদের সুন্দর নাম রাখার ক্ষেত্রে বিশেষ তাগিদ রয়েছে। ফাইয়াজ নামটি অনেক সুন্দর একটি নাম। ফাইয়াজ নামটি ছেলে শিশুদের জন্য রাখা হয়। এই নামটি শুনলে মূলত ছেলেদের কোথা মনে পরে তাই বলা যায় এই ছেলেদের নাম। ফাইয়াজ একটি গুনসম্মত নাম এবং নানা কিতাব-গ্রন্থে এই নামের জিকির রয়েছে। 

ফাইয়াজ নামের অর্থ কি | Faiyaz name meaning in Bengali

আমরা ছেলে-মেয়েদের ক্ষেত্রে সুন্দর ও অর্থবোধক নাম রাখতে পছন্দ করি। ইসলাম ধর্মে ছোট বাচ্চাদের সুন্দর ও অর্থবোধক নাম রাখার ক্ষেত্রে বিশেষ তাগিদ দেয়া হয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেয়া যাক যে ফাইয়াজ নামের অর্থ কি। 

আরো পড়ুন: আফজাল নামের অর্থ কি

আমজাদ নামের অর্থ কি

হানিফ নামের অর্থ কি

আখলাক নামের অর্থ কি

ফাহাদ নামের অর্থ কি

ফাইয়াজ নামের অর্থ কি?

ফাইয়াজ নামের অর্থ হলো- "দাতা", আপনার শিশু ছেলে বাচ্চাটির জন্য যদি সুন্দর ও চমৎকার নাম খুজতেছেন তবে আমার মতে এই নামটি আপনার ছেলের জন্য অনেক সুন্দর ও মানানসই হবে। 

ফাইয়াজ নাম কাদের হয়ে থাকে? ছেলে না মেয়ে ?

ফাইয়াজ নাম মূলত ছেলেদেরই হয়ে থাকে। কারণ এই নাম শুনা মাত্র একজন ছেলের নাম মাথায় আসে তাই বলা যায় ফাইয়াজ নামটি ছেলেদের নাম। 

ফাইয়াজ নামের ইংরেজি অর্থ কি?

ফাইয়াজ নামের ইংরেজি অর্থ হলো - "Donor", "Giver", "Grantor" .

ফাইয়াজ নামের ইংরেজিতে বানান কি হবে?

ফাইয়াজ নামের ইংরেজিতে বানান  হবে -  "Faiyaz", "Fayaz", "Faiaz" .

ফাইয়াজ কি ইসলামিক নাম?

হ্যা, ফাইয়াজ নাম একটি ইসলামিক নাম। 

ফাইয়াজ নাম আরবিতে এবং উর্দুতে বানান 

ফাইয়াজ নাম আরবিতে বানান হবে - فيياز
ফাইয়াজ নাম উর্দুতে বানান হবে - فیاض

সন্তানদের সুন্দর নাম রাখা পিত-মাতার দায়িত্ব এবং এটি সন্তানের অধিকার। সন্তানের জন্মের সাথে সাথে তার নাম রাখার মাধ্যমে সন্তানের অধিকার প্রতিষ্ঠিত হয়। আর এই সুন্দর নাম রাখা হলো সেই সন্তানের পিত-মাতার কর্তব্য। নাম রাখার সাথে অধিকারের সম্পর্ক আছে। আমরা অনেকসময় বাচ্চাদের এমন নাম রাখি যার কোন সুন্দর অর্থ নেই এবং পরবর্তীতে এ নামের জন্য তাকে অনেক বিভ্রান্তির শিকার হতে হয়। অথবা সে নামের একটা বিকৃত কিংবা একটা খারাপ অর্থ আছে যার কারণে ভবিষ্যতে সে বাচ্চাটি নিজের নাম মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা বোধ করতে পারে। 

ফাইয়াজ নাম সম্পৃক্ত আরো কিছু নাম 

  • মোহাম্মদ ফাইয়াজ 
  • ফাইয়াজ শেখ
  • ফাইয়াজ চৌধুরী 
  • ফাইয়াজ সরকার 
  • ফাইয়াজ খান 
  • সৈয়দ ফাইয়াজ (শুধুমাত্র সৈয়দ বা আওলাদে রাসূলদের ক্ষেত্রে )
  • ফাইয়াজ উদ্দিন 
  • ফাইয়াজ হোসেন 
  • ফাইয়াজ রহমান 
  • ফাইয়াজ ইসলাম 
  • ফাইয়াজ আলম 
  • ফাইয়াজ মুনতাসির 
  • ইয়াসির ফাইয়াজ
  • ফাইয়াজ হোক 
  • ফাইয়াজ আহমদ 
  • ফাইয়াজ আবসার 
  • ফাইয়াজ আবরার 
  • ফাইয়াজ আনসার 
  • ফাইয়াজ আসলাম 
  • ফাইয়াজ আরমান
  • ফাইয়াজ আনোয়ার 
  • ফাইয়াজ ইশতিয়াক 

অনেক সময় বাবা-মায়েরা সন্তানদের নাম লিখতে ভুল করেন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানের নামের সঠিক বানান লিখতে ভুল করেন যার কারণে সন্তানকে আজীবন সেটি নিয়ে বয়ে যেতে হয়। এজন্য উপরে আমি নামের সঠিক বানান আপনাদের কাছে তুলে ধরেছি। যার ফলে আশা করা যায় আপনারা নিজের সন্তানদের নাম লিখতে কখনো ভুল করবেন না, যার কারণে আপনার সন্তানের ভবিষ্যতে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। 

আমরা সব সময় বাচ্চাদের নাম নবী-রাসুলের নামে, আল্লাহর গুণবাচক নামে কিংবা কোনো বুজুর্গ ব্যক্তি বা আল্লাহর অলির নামে রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আল্লাহর কাছে সব থেকে প্রিয় নামটি হচ্ছে  "আব্দুল্লাহ" এবং "আব্দুর রহমান।" আমরা নিজের বাচ্চাদের নাম শরীয়তের বিধান অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক রাখার চেষ্টা করব।


পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।

comment url